An online archive of chronology of events, documentations, audio, video, images, media reports and eyewitness accounts of the 1971 Genocide in Bangladesh in the hands of Pakistan army.
বাংলায় আর্কাইভ সমুহ
স্বাধীনতা দিবস আসলেই আমরা বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখি। প্রচারমাধ্যমে ফুটেজ, বিবিধ ক্রোড়পত্র, আমাদের বিচ্ছিন্ন আবেগ, সুবিধাবাদীদের দেশ দরদী বনে যাওয়া, বিশ্বাসঘাতকদের অস্বীকার। আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে সবই জানছি, শুনছি ভাসা ভাসা ভাবে। বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন ভাবে মুক্তিযুদ্ধকে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র ছাপা হয়েছে কিন্তু তা বর্তমান প্রজন্মের কাছে কি সহজলভ্য হচ্ছে?
এজন্যে দরকার একটি বিশেষ লাইব্রেরী বা আর্কাইভ যেখানে সব দলিলপত্র, বই, পেপার কাটিং, তথ্যাদি জমা থাকবে এবং ইচ্ছা মত তথ্য বের করা যাবে। একাজটির জন্যে অনলাইন প্রযুক্তি ব্যবহার করাই সবচেয়ে ভাল। কারন সার্চ ইন্জিনের মাধ্যমে, ক্যাটেগরী বা ট্যাগের মাধ্যমে অনলাইনে রক্খিত কাঙ্খিত তথ্য সহজেই খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু অনলাইনে তথ্য রাখার সেই কঠিন কাজটি করবে কে?
মুক্তিযুদ্ধ এতো এক বিশাল ব্যাপার। এতো কারো একার পক্ষে সম্ভব নয়। কিন্তু এই অসম্ভবেরই সুযোগ নেয় কিছু অসাধূ লোক। তারা মুক্তিযুদ্ধ নিয়ে বেসাতী করে, রাজনৈতিক ফায়দা লোটে। মুক্তিযুদ্ধ নিয়ে এখন সরকারী চাকুরীর কোটা বেসাতী। ইতিহাস বিকৃত করে এ ওর নাম রওশন করার বেসাতী।
এই বাংলাদেশ গণহত্যা আর্কাইভ সাইটটি মুক্তিযুদ্ধ সংক্রান্ত সব অনলাইন কন্টেন্ট একসাথে করারই একটি ব্যক্তিগত উদ্যোগ। এর পেছনে রয়েছে বাংলাদেশী কিছু অনলাইন একটিভিস্ট। এটি আসলে মৌলিক রচনা নয় কারন ইতিহাস রচনা করার জিনিষ নয়। এটি লিপিবদ্ধ করার জিনিষ। এখানে বিভিন্ন দলিলপত্রাদি, পেপারকাটিং, ভিডিও, অডিও, ইতিহাস, প্রত্যক্ষদর্শীর বিবরণ, মুক্তিযদ্ধ নিয়ে বিভিন্ন লেখা, বিতর্ক ইত্যাদি নানাকিছু লিপিবদ্ধ করা হয়েছে যা সহজ নেভিগেশনের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপিত হচ্ছে। এটি শুরু মাত্র এবং এটি আরও সমৃদ্ধ হতেই থাকবে।
এর জন্য অবশ্যই ধন্যবাদ এইসববিভিন্ন ব্যক্তি ও সংস্থাকে যারা এতদিন ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মুক্তিযুদ্ধের তথ্যাবলী অনলাইনে সবার কাছে পৌছানোর জন্যে। তাদের এই সাইট গুলো হয়ত কেউ আগে দেখেনি। এখন এই আর্কাইভ থেকে সহজেই সেসব সাইটে চলে যেতে পারা যাবে।
আপনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণহত্যা সম্পর্কে কোন তথ্য জানতে চাইলে এই আর্কাইভটি খুঁজে দেখতে। আর যদি মনে হয় আরও তথ্য এখানে যোগ করা দরকার তাহলে অবশ্যই লিন্কটি আমাদের দিয়ে দেবেন এই ফর্ম ব্যবহার করে।